শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪

সময় বাড়লো Alltech চিত্রাঙ্কন প্রতিযোগিতার

অলটেক (Alltech) আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এগ্রিনিউজ.২৪কম কে এ ব্যাপারে আজ (মঙ্গলবার) নিশ্চিত করা হয়েছে। ছবি দেয়ার সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও এটির সময় বাড়িয়ে আগামী ১৫ নভেম্বর ২০১৮ পর্যন্ত  করা হয়েছে। পোলট্রি ও লাইভস্টক শিল্পের সাথে জড়িত পিতা-মাতার সন্তানদের জন্য আয়োজিত উক্ত প্রতিযোগিতায় উল্লেখিত তারিখের মধ্যে অঙ্কিত ছবি জমা দেয়ার অনুরোধ করা হয়েছে।

কারা অংশগ্রহণ করবে?
থেকে ১৫ বছরের সকল ছাত্র-ছাত্রী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বিষয়বস্তু: পানিই জীবন”

ছবি আঁকার নির্দেশনাবলি

* ছবিটি অবশ্যই একটি মাঝারি সাইজের ক্যানভাস কাগজে অথবা আর্ট কাগজে (A3) আঁকতে হবে যেটির মাপ হবে- ২৯৭মিমি x ৪২০মিমি অথবা ১১.৭ ইঞ্চি x ১৬.৫ ইঞ্চি।

* ছবি আঁকার জন্য তৈল রঙ, এক্রাইলিক রঙ, জলরঙ, পোস্টর রঙ, রঙ পেন্সিল এবং পেস্টেল রঙ ইত্যাদি ব্যবহার করা যাবে।

চিত্রাংকন জমা দেয়ার নিয়মাবলি
* আঁকা ছবিটি অবশ্যই প্রতিযোগীর পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং স্কুল পরিচয়পত্রের ফটোকপিসহ নিম্ন উল্লেখিত ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে।
* আঁকা ছবিটি কোনভাবে বিকৃত করা যাবে না অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।
* আঁকা ছবিটি কোনভাবে ভাঁজ করা বা মোচড়ানো বা ফ্রেম দিয়ে বাঁধানো যাবে না।
* কোন প্রকার ডিজিটাল ছবি গ্রহণ করা হবে না।
* আঁকা ছবির সাথে কোন প্রকার ফিতা বা লেবেল লাগানো যাবে না।
* ছবির নিচে অবশ্যই প্রতিযোগীর স্বাক্ষর থাকতে হবে।
* নির্ধারিত তারিখের পর কোন ছবি গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার
প্রতিযোগীদের মধ্য থেকে ১২ জন বিজয়ীকে নগদ ৫০ ডলার ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে এবং তাদের আঁকা ছবিগুলো দিয়ে অলটেক বাংলাদেশ এর ২০১৯ সালের ক্যালেন্ডার তৈরি হবে।

শর্তাবলী
* একজন প্রতিযোগীর কাছ থেকে কেবল একটি ছবিই গ্রহণ করা হবে।.
* প্রতিটি ছবি নকশা ও ধারণার দিক থেকে আলাদা হতে হবে এবং কোন শিল্পীর আঁকা ছবি বা অন্য কোন উৎস থেকে প্রাপ্ত ছবি গ্রহণযোগ্য হবে না।
* প্রতিটি ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের হাতে আঁকতে হবে। অন্য কেউ প্রতিযোগীকে শুধুমাত্র দিকনির্দেশনা দিতে পারবেন বা অনুপাণিত করতে পারবেন।
* কুরিয়ারের মাধ্যমে পাঠানো ছবি নষ্ট হলে বা হারানো গেলে অলটেক বাংলাদেশ দায়ী ধাকবে না।
* এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিযোগীদের আঁকা ছবি অলটেক বাংলাদেশ স্থায়ীভাবে সংরক্ষণের স্বত্বাধিকার প্রাপ্ত হবে।
* প্রতিযোগীতার ফলাফল যথাসময়ে অলটেক বাংলাদেশ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
* অলটেক বিচারকমন্ডলীর সিদ্বান্তই চূড়ান্ত হিসেবে বিবেচ্য হবে।

আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ অলটেক প্রতিনিধির সাথে অথবা নিম্নে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করুন:

মেহেরুননেছা সাথী
মোবাইল: +৮৮ ০১৭১৪ ১৩২ ১৫০
ইমেইল: msathi@alltech.com

রেজিস্ট্রেশন ফরম এর জন্য ক্লিক করুন: http://Registration-Form.pdf

বি:দ্র: এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধুমাত্র পোলট্রি ও লাইভস্টক শিল্পের সাথে জড়িত পিতা-মাতার সন্তানদের জন্য।

অলটেক বায়োটেকনোলোজি প্রা: লি:
এন.আর.টাওয়ার (৫ম তলা); ৭২, প্রগতি সরনী
ব্লক- জে, বারিধারা, ঢাকা-১২১২
ফোন: +৮৮ ০৯ ৬০৬৫০০১৯১
ফ্যাক্স: +৮৮ ০৯ ৬০৬৫০০১৯২

ওয়েবসাইট: www.alltech.com/bangladesh

 

This post has already been read 3243 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …