রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

দিনাজপুরে নিরাপদ ব্রয়লার পালন বিষয়ক কর্মশালা  

দিনাজপুর সংবাদদাতা: ফুড সেফটি কর্মসূচির আওতায় পোল্ট্রি খামারি, পাইকারি বিক্রেতা, রেস্টুরেন্ট ব্যবসায়ী, পশুখাদ্য বিক্রেতা, ভোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের অংশগ্রহণে শনিবার (৩ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলা ও জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো নিরাপদ ব্রয়লার পালন বিষয়ক কর্মশালা। শহরের মহিলা বহুমুখি সমবায় সমিতির হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শহীদুল্লাহ উপ-পরিচালক প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান, ড. আশিকা আকবর তৃশা অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার দিনাজপুর, কৃষিবিদ আলতাফ হোসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঠাকুরগাঁও, জেলা মার্কেটিং অফিসার, সহকারি পরিচালক, ভোক্তা অধিকার, হাবিপ্রবি প্রফেসার ড. নজরুল, জেলা সমবায় অফিসারসহ জেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালাটি সভাপতিত্ব করেন ডা. শাহীনুর আলম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিনাজপুর । সবশেষে দুটি নিরাপদ ব্রয়লার বিক্রয় কেন্দের উদ্বোধন করেন পরিচালক প্রশাসন ডা. শহীদুল্লাহ ।

This post has already been read 4441 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …