মঙ্গলবার , মার্চ ৪ ২০২৫

৩য় বারের মতো সেরা করদাতা হলেন হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পোলট্রি, ডেইরি ও মৎস্য সেক্টরের পরিচিত মুখ এইচ.আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান আবারো সেরা করদাতার সম্মাননা পেলেন । টানা তৃতীয়বারের মতো তিনি এ গৌরব অর্জন করলেন। সোমবার (১২ নভেম্বর) কর অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কর অঞ্চল-কুমিল্লা এর অধিক্ষেত্রাধীন সার্কেল-২০ (লক্ষীপুর) জেলার সন্মানিত করদাতা হিসাবে এইচ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান কে সেরা করদাতা সম্মাননাপত্র প্রদান করা হয়।

এছাড়াও, বিগত ২০১৬-২০১৭ কর অর্থ বছরে লক্ষীপুর জেলার ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল।

This post has already been read 4366 times!

Check Also

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার  মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: আর্জেন্টিনা থেকে ৫০ হাজার  ২ শত মেট্রিক টন গম নিয়ে mv ELPIDA GR  …