Friday , April 4 2025

৩য় বারের মতো সেরা করদাতা হলেন হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পোলট্রি, ডেইরি ও মৎস্য সেক্টরের পরিচিত মুখ এইচ.আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান আবারো সেরা করদাতার সম্মাননা পেলেন । টানা তৃতীয়বারের মতো তিনি এ গৌরব অর্জন করলেন। সোমবার (১২ নভেম্বর) কর অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কর অঞ্চল-কুমিল্লা এর অধিক্ষেত্রাধীন সার্কেল-২০ (লক্ষীপুর) জেলার সন্মানিত করদাতা হিসাবে এইচ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান কে সেরা করদাতা সম্মাননাপত্র প্রদান করা হয়।

এছাড়াও, বিগত ২০১৬-২০১৭ কর অর্থ বছরে লক্ষীপুর জেলার ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল।

This post has already been read 4567 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …