বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা মো. জহিরুল ইসলাম

এগ্রিনিউজ২৪.কম রিপোর্ট: বাংলাদেশ পোলট্রি, ডেইরি ও মৎস্য সেক্টরের পরিচিত মুখ জহির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম সেরা করদাতার সম্মাননা পেয়েছেন । দ্বিতীয়বারের মতো তিনি এ গৌরব অর্জন করলেন।  গত ১২ নভেম্বর সোনার গাঁ হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত ২০১৭-১৮ করবর্ষে ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে মো. জহিরুল ইসলাম –এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি এবং সিনিয়র সচিব জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া, এনডিসি।

এছাড়াও, বিগত ২০১৬-২০১৭ কর অর্থ বছরে ঢাকা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল। মো. জহিরুল ইসলাম এ ব্যাপারে দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

This post has already been read 3921 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …