বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

খুলনায় কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি বিষয়ক প্রশিক্ষণ

মো. আবদুর রহমান(খুলনা): মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল কার্যক্রম এগিয়ে নিতে আইসিটি’র কোনো বিকল্প নেই। ই-কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে সেবাসমুহ দ্রুত পৌছে আমাদের খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে। কৃষি তথ্য সার্ভিস এআইসিসি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ কৃষক চাষাবাদের তথ্য জেনে উপকৃত হচ্ছেন। সরকারি কৃষি কল সেন্টার ও কৃষক বন্ধু ফোন সেবার মাধ্যমে কৃষকগণ উপকৃত হচ্ছেন এবং এ কর্মসূচীকে এআইসিসি’র কৃষকদের প্রচারের মাধ্যমে আরো ছড়িয়ে দিতে হবে।কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, খুলনার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দু’দিনব্যাপী “কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মো. আব্দুল লতিফ এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, কৃতসা খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বীজ প্রত্যয়ন অফিসার, সাতক্ষীরা কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাস বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি সর্ম্পকে জানা যাবে। ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার না করে মোবাইলেও কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপসের মাধ্যমে তথ্য জেনে আমরা উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে যেতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, কৃতসা প্রধান কার্যালয়ের খুলনা ও বরিশালের মনিটরিং অফিসার কৃষিবিদ ফেরদৌসী বেগম। কৃতসা, খুলনার এআইসিও এস এম আহসান হাবিব এ উদ্ভোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে কৃতসা, খুলনা অঞ্চলের ৭ জেলার বিভিন্ন এআইসিসি’র ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

This post has already been read 4595 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …