রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বরিশালের বাবুগঞ্জে কৃষি সিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জের নতুন হাটে কৃষি সিনেমা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনে দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি করে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিমিট বাংলাদেশের হাব ম্যানেজার হীরা লাল নাথ, কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান প্রমুখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ তিন শতাধিক কৃষাণ-কৃষাণী অনুষ্ঠান উপভোগ করেন। প্রদর্শন শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

This post has already been read 3661 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …