শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪

হাবিপ্রবিতে প্রগতিশীল পরিবারের মহান বিজয় দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থী প্রগতিশীল পরিবার শনিবার মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। এ দিবস উপলক্ষ্যে প্রগতিশীল পরিবারের সদস্যরা ক্যাম্পাসে একটি বিজয় র‌্যালী বের করে। র‌্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রগতিশীল পরিবারের সদস্যরা লাখো শহীদের আত্মার মাগফেরাত কামনা করে। শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রগতিশীল পরিবারের অধ্যাপক ড. এস.এম. হারুন-উর-রশীদ বলেন, শহীদদের আত্মত্যাগ এ দেশ চিরদিন মনে রাখবে। আর বিজয়ের মাসে জাতীয় নির্বাচন। দেশের মানুষ নৌকা মার্কাকে বিজয়ী করে বিজয়ের মাসে আরোও একটি বিজয় উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি। আশাবাদী এ বিজয় হবে উন্নয়নের বিজয়।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল পরিবার শনিবার ক্যাম্পাসে বিজয় র‌্যালী বের করে।

This post has already been read 3063 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …