আ. রাজ্জাক (কোটালীপাড়া, গোপালগঞ্জ) : গোপালগঞ্জ এর কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ী, তুতবাড়ী, গাজবাড়ী, দেবগ্রাম ও পশ্চিম দেবগ্রাম গ্রামের কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে অগ্রগামি। তারা নতুন নতুন প্রযু্ক্তি সহজেই গ্রহণ করে থাকে। ইউএসএআইডি (USAID) এর অর্থায়নে সিসা-এমআই, সিমিট বাংলাদেশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিসি এর উদ্যোগে বুধবার (১৬ জানুয়ারি) সংরক্ষণশীল কৃষি (Conservation Agriculture) ও কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনের উপর কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে সংরক্ষণশীল কৃষির (Conservation Agriculture) উপকারিতা, ভবিষ্যৎ সম্ভাব্যতা ও আধুনিক পদ্ধতিতে গম ও ভুট্টা চাষাবাদে গম ও ভুট্টার নতুন নতুন জাত, বীজ শোধন, গম বপনের সঠিক সময়, গমের ব্লাস্ট রোগ, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও এর গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ২০ জন কৃষক ও ১০ জন কৃষানি উপস্থিত ছিলেন । প্রশিক্ষণ শেষে কৃষকরা এ ধরনের যুযোপযোগী প্রশিক্ষণের জন্য সিমিট বাংলাদেশের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
প্রশিক্ষণে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মাবুদ ও মো. আ. রাজ্জাক, কৃষি উন্নয়ন কর্মকর্তা, আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র, ফরিদপুর হাব। প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন খন্দকার মো. মুরাদ হোসেন, টেকনিক্যাল ফ্যাসিলিটেটর, সিসা-এমআই প্রকল্প, সোসাইটি ডেভেলপন্টে কমিটি (এসডিসি)।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোজ কুমার মৃধা, মো. রাকিবুল ইসলাম, সুমন মৈত্র প্রমুখ উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাধাগঞ্জ, কোটালীপাড়া, গোপালগঞ্জ।