রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫

রাজশাহীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

রাজশাহী সংবাদাতা: ”সুস্থ-সবল জাতি চাই পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (২ ফেব্রুয়ারি) রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯। সকাল ৯.৩০ টায় এ উপলক্ষে আয়োজিত র‌্যালীটি জেলার শহীদ কামরুজ্জামান পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্প ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. জুলকার নায়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, কৃষিবিদ মো. শামছুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী, ক্যাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, হাসান মিল্লাত, সম্পাদক এবং দৈনিক সোনারদেশ”। মো. জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পবার সঞ্চালনে আলোচনা সভায় শামীমুল হক জেলা বাজার কর্মকর্তা, রাজশাহী; জনাব বারনাবাস হাজদা, প্রতিনিধি সিভিল সার্জন, রাজশাহী; মোছা. রহিমা খাতুন, সহ-সভাপতি, পবা উপজেলা কনজুমারস কমিটি; মো. ওয়াজেদ আলী খান, সাধারণ সম্পাদক, পবা উপজেলা কনজুমারস কমিটি; ক্যাবের মাঠ সমম্বয়কারী কৃষিবিদ মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

র‌্যালী ও আলোচনা সভায় মাঠ পর্যায়ের ক্যাবের ফুড সেফটি গভার্নেন্স প্রকল্পের বিভিন্ন স্তরের স্টেকহোল্ডার, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক অংশগ্রহণকারী অংশ নেয়।

This post has already been read 4092 times!

Check Also

খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ (Syed Ahmed Maroof) খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের …