বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন ছোট মনির

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩১, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। সোমবার রাতে এ খবর ছড়িয়ে পড়ায় ছোট মনিরের নির্বাচিত এলাকা গোপালপুর-ভূঞাপুরের গণমানুষের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।

১১ ফেব্রæয়ারি সোমবার সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গঠিত ১০টি সংসদীয় কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এ সময় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।

This post has already been read 3881 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …