মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুর শহরের সবচেয়ে বৃহত্তম ও জমজমাট মাছ বাজার বিপনীবাগ মাছ বাজারে বুধবার (১৩ ই ফেব্রুয়ারী) সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম। সে সময় বিপনীবাগ বাজার থেকে মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর বিষাক্ত জেলি মিশানো অবস্থায় আনুমানিক ২ মণ চিংড়ি মাছ আটক করা হয়। চিংড়ি মাছে বিষাক্ত জেলি মিশানোর দায়ে ২ জন বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড সহ ২ দিনের কারাদন্ড দেওয়া হয়।
আটককৃত বিষাক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল ও পুলিশ সদস্যবৃন্দ।