শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

চাঁদপুরে বিপুল পরিমাণ জেলি মিশানো চিংড়ি জব্দ

মাহফুজুর রহমান (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুর শহরের সবচেয়ে বৃহত্তম ও জমজমাট মাছ বাজার বিপনীবাগ মাছ বাজারে বুধবার (১৩ ই ফেব্রুয়ারী) সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম। সে সময় বিপনীবাগ বাজার থেকে মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর বিষাক্ত জেলি মিশানো অবস্থায় আনুমানিক ২ মণ চিংড়ি মাছ আটক করা হয়। চিংড়ি মাছে বিষাক্ত জেলি মিশানোর দায়ে ২ জন বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড সহ ২ দিনের কারাদন্ড দেওয়া হয়।

আটককৃত বিষাক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল ও পুলিশ সদস্যবৃন্দ।

 

This post has already been read 2639 times!

Check Also

যে জেলায় ইলিশ উৎপাদন হয়, ওই জেলার মানুষ গরিব হতে পারে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের সম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ …