নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি তথ্য সার্ভিস এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) যৌথ ব্যবস্থাপনায় রবিবার (২৪ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে কৃষিসিনেমা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউএসএআইডির অর্থায়নে অনুষ্ঠিত এ প্রদর্শনে দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শামীম হোসেন, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মোতালেব, সহকারি শিক্ষক মো. ওবায়েদুল্লাহ, আশিষ বরণ কর্মকার, মো. সাইদুর রহমান কৃষি শিক্ষক সবিতা মুখার্জি প্রমুখ।
অনুষ্ঠানে দু’শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠান উপভোগ করে। প্রদর্শন শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। সে সাথে দেয়া হয় কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট, বুকলেট, ফোল্ডার এবং পোস্টার।