Thursday , April 3 2025

কেআইবি সভাপতি কৃষিবিদ এ.এম.এম সালেহ’র ইন্তেকাল

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (KIB) এর সভাপতি কৃষিবিদ এ.এম.এম সালেহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:৫০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি লিভার ও কিডনিজনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫:৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আসার কথা রয়েছে। লাশ দেশে আসার পর নামাজে জানায়া ও দাফনের পরবর্ত্তী সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছে কেআইবি সূত্র ।

This post has already been read 3540 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …