বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

ড. মো. আজহারুল হক বাকৃবির নয়া প্রোক্টর

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ এর শিক্ষক প্রফেসর ড. মো. আজহারুল হক বাকৃবির নতুন প্রোক্টর হিসাবে নিয়োগ লাভ করেছেন। প্রফেসর ড. আজহারুল হক ১৯৯৭ সালে বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন এবং ২০১০ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। প্রফেসর ড. হক এর আগে বাকৃবি নিরাপত্তা শাখার পরিচালক, বিভাগীয় প্রধান, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ও বাকৃবি শিক্ষক সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

This post has already been read 5460 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …