Friday , April 4 2025

সেলফি তুলুন, আইফোন জিতুন!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক:  ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশেন সিটি বসুন্ধরায় ৭-৯ মার্চ আন্তর্জাতিক পোলট্রি শো। অন্যান্য কোম্পানির মতো দেশের পোলট্রি ও প্রাণি স্বাস্থ্য সেবা জগতে সুপরিচিত কোম্পানি ডক্টরস এগ্রো-ভেট লিমিটেড থাকবে সেখানে। কোম্পানিটি মেলায় দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে দারুন এক লোভনীয় সুযোগ। ভাগ্য ভালো হলে আপনিও জিতে নিতে পারেন একটি আইফোন। এছাড়া অন্যান্য উপহারতো থাকছেই।

এজন্য আপনাকে কোন লটারির টিকেট কিংবা ডক্টরস এর এগ্রোভেট এর পণ্য কিনতে হবেনা। শুধুমাত্র কোম্পানিটির স্টলে যেয়ে সেলফি ‍তুলুন এবং চেক-ইন করুন। ভাগ্যে থাকলে ঠ্যাকায় কে!

ডক্টরস এগ্রোভেট থাকছে আইসিসিবি’র ২নং হলের ৯৪-৯৭ বুথে।

This post has already been read 6105 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …