Friday , April 4 2025

বাকৃবি’র দ্রুততম মানব জয়

মো. আরিফুল ইসলাম (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি’র) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এ দ্বিতীয় বারের মতো বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তারিক জামান জয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-৩ সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক ছাত্র।

জানা যায়, বাকৃবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্রুততম মানব ও দ্বিতীয় বারের মত বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তারিক। ১০০ মিটার দৌড়ে প্রথম, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয়, ৪০০ মিটার দৌড়ে প্রথম (৪০০) রিলে দৌড়ে প্রথম হয়েছেন তিনি।

তারিক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার অনেক চাপ থাকায় নিয়মিত অনুশীলন করতে পারি না। তবুও লেখাপড়ার ফাঁকে ফাঁকে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা আছে তার।

This post has already been read 4394 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …