ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিসেফের উদ্যোগে ৪ দিনব্যাপী Planning and Designing of Community Nutrition Assessment for Nutrition Programming কর্মশালার মধ্যদিয়ে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে ৫ম ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। তিনি তার বক্তব্যে অত্র অনুষদের পুষ্টি সম্পর্কীয় গবেষণা এবং বর্তমান সরকারের খাদ্য নিরাপত্তা অর্জনের সফলতা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পর্ণ এবং আগামীর পুষ্টি নিরাপত্তা অর্জনে পুষ্টি বিজ্ঞানীদেরকে এগিয়ে আসতে হবে”।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. মাহবুবুর রহমান। কর্মশালায় বরিশাল বিভাগীয় জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্যমান উন্নয়নে ইউনিসেফের বিগত কার্যক্রম ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন কর্মশালার বিশেষ অতিথি ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ। কর্মশালায় উপস্থিত ইন্টার্ন শিক্ষার্থী মাহাদী আল হাসান বলেন,”অর্জিত জ্ঞানের বাস্তব প্রতিফলন ঘটাতে ইউনিসেফের এ উদ্যোগে আমাদের বাস্তব শিক্ষাকে আরে ত্বরান্বিত করবে”। ছয় মাসব্যাপী এ ইন্টার্নশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্বার্শবর্তী দুমকি উপজেলার মা, শিশু ও কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পৃক্ত তথ্য উপাত্ত সংগ্রহ করবে শিক্ষার্থীরা। কর্মশালায় সভাপতিত্ব করেন, অত্র অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দ। সমাপনীয় বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সেন।