নাহিদ বিন রফিক (বরিশাল): ইউএসএআইডির অর্থায়নে সোমবার (১১ মার্চ) বরিশাল সদরের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে কৃষিসিনেমা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস (এআইএস), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, কৃষি তথ্য সার্ভিসের টেকনিক্যাল পার্টিসিপেন্ট নাহিদ বিন রফিক এবং সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ তিন শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠান উপভোগ করেন। প্রদর্শন শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। সে সাথে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট, বুকলেট, ফোল্ডার এবং পোস্টার বিতরণ করা হয়। এছাড়া মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক করার উদ্বুদ্ধকরণে এক সেট পত্রিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়।