তাজুল ইসলাম (সিকৃবি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ওয়াইফাই আওতায় এনে অথেনটিকেশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক ভবনে কনফারেন্স কক্ষে অথেনটিকেশন সিস্টেমের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিকৃবি’র বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। আইসিটি সেল জানায়, বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে ৪০০ এমবিপিএস ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীর জন্য ৫ এমবিপিএস ইনডিভিজুয়্যাল লিমিট করা হয়েছে। পুরো ক্যাম্পাসে ২৪ টি রাওটার স্থাপন করা হয়েছে। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে ওয়াইফাই সংযোগ পরিক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য আবাসিক হলগুলোতে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে।