সোমবার , মার্চ ৩ ২০২৫

পবিপ্রবি’তে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে পালিত

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): ‘‘এ্যানিমেল হাজবেন্ড্রি ফর সেফ এ্যানিমেল ফুডস’’ শীর্ষক স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে এ্যানিমেল হাজবেন্ড্রি ডে ২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের উদ্যোগে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মামুন অর রশিদ। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বরিশাল ক্যাম্পাস অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়।

এসময় আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. ফয়সল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল মতিন, সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরী, পবিপ্রবি’র সহযোগী অধ্যাপক শাহবুবুল আলম খোকন, ড. স্বপন কুমার ফৌজদার, ড. ফকরুজ্জামান রবীন, ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মফিজুর রহমান পিন্টু, সংগঠনের সদস্য সচিব প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের ভিপি সুশংকর দে, জিএস মারুফ বিল্লাহ, সাবেক ভিপি আবিদ মাহমুদ, এ্যানিমেল হাজবেন্ড্রি এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কাইয়ুম হোসেন নিবিড়, সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম, বিসিএমজে হলের সম্পাদক তখলিফুল মিয়াদ মুঈন, শিক্ষার্থী রুবাবা আলম, আশিকুজ্জামান আশিক প্রমুখ।

সেমিনারে গবাদি পশুপাখির প্রজনন বৃদ্ধিসহ দুধ-ডিমের উৎপাদন বাড়াতে উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী ছাড়াও কৃতি শিক্ষার্থী সানজিদা মুনমুন, আফসানা আক্তার, খাজিদা পারভীন ও প্রাক্তন শিক্ষার্থী রাজু আহমেদকে ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যায় পবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’ দলের পরিবেশনায় বর্ণিল এক কালচারাল শো অনুষ্ঠিত হয়।

This post has already been read 4164 times!

Check Also

২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প …