বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

গরিব জেলেদের বদলে জাল উৎপাদক ও সরবরাহকারিদের শাস্তির আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক: গরিব জেলেদের জেল-জরিমানার বদলে জাল উৎপাদক, সরবরাহকারী, দাদনদার, দালাল ও জোতদারদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। ১৬-২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় মৎস্য সংরক্ষণ সপ্তাহ-২০১৯ এর শেষদিনে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে সমাপনী ও মূল্যায়ন সভায় বক্তারা এসব কথা বলেন।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এম.পি। অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবল মনি বোস ও ইলিশ ব্যবস্থাপনাশাখার সিনিয়র সহকারী পরিচালক মাসুদ আরা মমি বক্তৃতা করেন।

সভায় প্রতিমন্ত্রী মন্ত্রণালয়সহ অধিনস্থ সকল দফতরের কার্যক্রমসহ কাজের মানবৃদ্ধি ও গতিত্বরান্বিত করার ওপর জোর দিয়ে বলেন, জাটকাসহ অন্যান্য মাছের সংরক্ষণে সকল প্রকার জালের মূলোৎপাটন করতে হবে। এ সময় তিনি ধৃত জাটকামাছ যেমন এতিমখানায় দেয়া হয়, তেমনই ধৃত জাল পুড়িয়ে ফেলে জাতীয় সম্পদ ধ্বংসের বদলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ভুক্ত প্লাস্টিকপণ্য উৎপাদনকারী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে কাঁচামাল হিসেবে সরবরাহ করার সম্ভাব্যতাযাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানীসহ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সভায় জানানো হয়, সপ্তাহজুড়ে ১,১২০টি মোবাইলকোর্ট ও অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮টন জাটকাসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। এছাড়াও ১১কোটিটাকা মূল্যের প্রায় ৫৬লক্ষ মিটার জাল আটকের পাশাপাশি প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়, ১০৩টি মামলা দায়েরসহ ১০৩ জনকে জেলে পাঠানো হয়। এছাড়াও রাজধানীতে ৬,৩০০ কেজি জাটকা জব্দের পর তা ১১২টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। সপ্তাহ চলাকালে ঢাকা মহানগরীরতে জাটকাবিরোধী ১০টি অভিযান পরিচালিত হয়।

অন্যদিকে নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাসব্যাপী নিয়মিত জাটকানিধন রোধের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসে ৫,৫১১টি মোবাইলকোর্ট ও অভিযান চালিয়ে ২৩কোটি ৬৬লাখ টাকার প্রায় ৭১টন জাটকাসহ অন্যান্য মাছ জব্দের পাশাপাশি প্রায় দেড়কোটি মিটার জাল আটক করা হয়। এ সময় সাড়ে ১০লাখ টাকা জরিমানাসহ ২২৮টি মামলায় ৭৭ জনকে কারাগারে প্রেরণ করা হয়।

This post has already been read 3028 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …