ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক টাকার বিনিময়ে আহারের উদ্যোগে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এ উদ্যোগে নেওয়া হয়েছে। বাঙালির গৌরবময় এ দিনটিকে ভিন্ন আঙ্গিকে পালন করতে অত্র বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থীরা এ আয়োজন করতে যাচ্ছে। নামমাত্র এক টাকার বিনিময়ে নানা রকমের মুখরোচক খাবারের উদ্যোগে নেওয়া হয়েছে। খাবারের তালিকায় রাখা হয়েছে পোলাও, সবজি, রোস্ট, মাংস, ডিম, ফিরনি, মিষ্টি, কোল্ড ড্রিংকসসহ আরো নানা বাহারি খাবার। উল্লেখ্য, এসব শিশুরা নিজেদের ইচ্ছা ও প্রয়োজনমত খাবার খেতে পারবে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। এ বিষয়ে জানতে চাইলে উক্ত আয়োজনের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী রবিউল ফয়সাল নাঈম বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রায় দেড় শতাধিক শিশুদের জন্য এ উদ্যোগে নেওয়া হয়েছে এবং মূলত অসহায় ও সুবিধা বঞ্চিত এসব শিশুদের মুখে হাসি ফুটাতেই আমাদের এ আয়োজন”। এছাড়াও শিশুদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন শিক্ষা উপকরণ। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা।