বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

শহরের আদলে গড়ে তোলা হবে গ্রাম –কেসিসি মেয়র

ফকির শহিদুল ইসলাম (খুলনা): দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছি। বস্তিবাসীদের কল্যাণে ইতোমধ্যে সিডিসি’র আওতায় অনেক বাস্তবভিত্তিক কর্মকান্ড সম্পন্ন হয়েছে। নতুন করে প্রান্তিক জনগোষ্ঠীর ‘‘জীবনমান উন্নয়ন’’ প্রকল্প নামে আরো একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনায় দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য অর্জিত হবে।

শুক্রবার (২৩ মার্চ) বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘দারিদ্র বান্ধব নগর উন্নয়ন অংশীজন’’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশন, স্বেচ্ছাসেবী সংস্থা পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিচার্স সেন্টার (পিপিআরসি) ও আইপিই গ্লোবাল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার দারিদ্র বিমোচনের লক্ষ্যে যুগান্তাকারী পদক্ষেপ গ্রহণ করায় দেশে অভূতপূর্ব উন্নতি সাধিত হচ্ছে। নগরীর দারিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষাসহ সকল নাগরিক সুবিধা প্রদান করা হচ্ছে। গ্রামের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা রোধে সরকার শহরের আদলে গ্রামকেও গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।

সভাপতির বক্তৃতায় সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান নাগরিক সেবা নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, নগর কাঠামোর আর্থিক ভীত শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, দেশে আবার পাটের সুদিন ফিরে আসছে। এ জন্য সুষ্ঠু কর্মপরিকল্পনা দরকার।

কর্মশালায় ভারতের দিল্লি থেকে আগত আইপিই গ্লোবাল -এর পরিচালক শ্রীপর্ণ আয়ার, পিপিআরসি’র পরিচালক সৈয়দ জিয়া উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াজেদ, সাবেক যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, মো. সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো. ডালিম হাওলাদার, শেখ মোসারাফ হোসেন, মো. হাফিজুর রহমান, আশফাকুর রহমান কাকন, ফকির মো. সাইফুল ইসলাম, মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, মাজেদা খাতুন, লুৎফুন্নেছা লুৎফাসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, সিডিসি’র নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

This post has already been read 2991 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …