সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

বাকৃবি’তে স্বাধীনতার কবিতায় শহীদদের স্মরণ

মো. আরিফুল ইসলাম (বাকৃবি প্রতিনিধি): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য সংঘের উদ্যোগে স্বাধীনতার কবিতা আবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়’৭১ পাদদেশে ওই অনুষ্ঠানে কবিতা আবৃতির মাধ্যমে গভীর শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীরঙ্গনাদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. সোলায়মান আলী ফকির, সাবেক প্রোক্টর ড. এ কে এম জাকির হোসেন, সংগীত সংঘের সভাপতি প্রফেসর ড. মো. গোলাম সারওয়ারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাহিত্য সংঘের সভাপতি প্রফেসর ড. গোলাম ফারুক এবং সঞ্চালনা করেন জুবায়ের ইবনে কামাল।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতি করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর, প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, কবি ও সাংবাদিক মো. আরিফুল ইসলাম, কবি জুবায়ের ইবনে কামাল। এছাড়া কবিতা আবৃতি করেন, শান্তা ইসলাম, লিজা, আহমেদ শাহরিয়াার, সাইফ ফয়সাল লিখন, ইলা, শাম্মী, ঈশান, শিমু, নাহিদা, সাদিয়া, তাসনিমসহ আরো অনেকে।

This post has already been read 2764 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …