রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

উজিরপুরে এক্সিয়েল ফ্লোপাম্পের কর্মদক্ষতার ওপর কৃষক মাঠদিবস

নাহিদ বিন রফিক (বরিশাল): ইউএসএআইডির অর্থায়নে বুধবার (২৭ মার্চ) উজিরপুরের মুন্ডুপাশায় এক্সিয়েল ফ্লোপাম্পের কর্মদক্ষতার ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) সিসা-এমআই প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। কৃষক মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস. এম. নাহিদ বিন রফিক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন তুহিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. সরোয়ার হোসেন হেলাল, ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) ফিল্ড কো-অর্ডিনেটর মো. শামিম আহমেদ, কৃষক মো. এনায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাধারণ পাম্পের তুলনায় এক্সিয়েল ফ্লোপাম্প (জাম্বু পাম্প) ব্যবহারে অনেক সুবিধা। লাভও বেশি। পানির স্তর কম হলেও তুলতে সমস্যা হয় না। বেশি পানি ওঠে। জ্বালানী ব্যয় কম হওয়াতে ফসলের উৎপাদন খরচ হ্রাস পায়। পানি উঠাতে পাম্পে বারবার পানি দেয়ার প্রয়োজন হয় না।

 

This post has already been read 3780 times!

Check Also

বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে -কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,  বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন …