
এ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসিআই এ উদ্যােগে ফসলি অ্যাপস পরিচিতি ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী এবং এসিআই ফার্টিলাইজারের মার্কেটিং ডিরেক্ট কৃষিবিদ মো. বাশির আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষির ডিজিটালাইজেশনে এসিআই এর অবদান প্রশংসনীয় উল্লেখ্য করে দক্ষিণবঙ্গে ‘ফসলি’ অ্যাপস সম্প্রসারণে এসিআইকে স্বাগত জানান।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফসলি টিমের প্রধান মো. শামীম মুরাদ। কৃষকবান্ধব অ্যাপস ‘ফসলি’ ব্যবহারবিধি ও কৃষকের সমস্যা সমাধানে উক্ত অ্যাপসের অবদান প্রসঙ্গে তিনি বলেন, ”দেশের ১২টি জেলার ৯৬ হাজার ৭শ’ ৬৮ জন কৃষক আইডিএসএস প্রকল্পের মাধ্যমে নিয়মিতভাবে তাঁদের নিজ নিজ এলাকার জন্য প্রাসঙ্গিক তথ্য ও উপদেশ মূলক সেবা পাচ্ছেন।”
এছাড়াও তিনি উক্ত অ্যাপস সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী আকন্দ।