রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ এবার চড়ুই পাখি!

তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি) : ঝড়ে জীবন বাঁচাতে চড়ুই পাখিগুলো আশ্রয় নেয় যাত্রাবাড়ীর এক গৃহে। রবিবার (৩১ মার্চ) ঘটনাটি ঘটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো. জাকির হোসাইন, পিপিএম, সাহেবের রুমে।

চারদিক অন্ধকার। সন্ধ্যা বুঝি একটু পরে নেমে আসবে, মানুষগুলো ছোটাছুটি করছে নিরাপদ আশ্রয়ে খোঁজে , প্রচণ্ড বেগে ঝড় আসে শহরের বুকে। ঠিক তখনি বাসস্থান হারিয়ে নিরুপায় হয়ে কিছু পক্ষিকুল আশ্রয় নেয় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার উক্ত গৃহে। হয়তো চকবাজার কিংবা বনানী ট্রাজেডির মত এই পাখিগুলো নিয়ে কেউ হয়তো দুঃখ প্রকাশ করবে না। কিন্তু জীবন বাচাঁনোর জন্য পাখিগুলোর হাহাকার আপনার হৃদয়কে কয়েক সেকেন্ড মধ্যে নাড়া দিবে।

প্রাণ বাঁচাবার বা হারানোর ভয় সবার থাকে। তেমনি পাখিগুলোর। বাঁচার তাগিদে কিছু পাখি শেষ আশ্রয়স্থল করে নেয় যাত্রাবাড়ীর সেই পুলিশের শয়ন কক্ষে। জগতে এমন উদার হৃদয়ের মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দর। বাসস্থান অপরিষ্কার করবে জেনেও জাকির হোসাইন নিজের শয়ন রুমে আশ্রয় করে দেয় কয়েকশো পাখিকে।

নিলয় ওয়াশিম নামে উক্ত পুলিশের সঙ্গে থাকা ছোট ভাই এগ্রিনিউজ২৪.কম কে জানায়, বাড়ির সামনে গাছগুলো পাখিগুলো বসবাস। গতকাল সন্ধ্যায়, প্রচণ্ড ঝড়ে পাখিগুলো আশ্রয় নেয় শয়ন কক্ষে। কিছু পাখি মৃত পাওয়া গেলেও অধিকাংশ জীবিত অবস্থায় পাওয়া যায়। আরো জানা যায়, সোমবার সারাদিন পাখিগুলো গৃহস্থলে অবস্থান করে।

প্রসঙ্গত, চড়াই বা চড়ুই (ইংরেজি: Sparrow) যেকোন লোকালয়ের বেশ সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ “গৃহস্থালির চড়াই”। সাধারণত খড়কুটো, শুকনো ঘাসপাতা দিয়ে এরা কড়িকাঠে, কার্নিশে বাসা বাঁধে।

 

This post has already been read 4718 times!

Check Also

বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত পরিচিতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক …