ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী স্টুডেন্ট টু স্টার্টআপ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আইসিটি ডিভিশন, ইয়াং বাংলা ও সিআরআই এর সহযোগীতায় উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম।তিনি তার বক্তব্যে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন।
উক্ত কর্মশালায় মূল বক্তব্য রাখেন, ইয়াং বাংলার সমন্বয়ক মো. আশিকুর রহমান রুপক, সহযোগী ডকুমেন্টেশন অফিসার আলী আজগর নাসির। দেশ গঠনে তরুণদের উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষে চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে এ কর্মশালা। মঙ্গলবার (২ মার্চ) কর্মশালার দ্বিতীয় পর্ব শুরু হবে যেখানে থাকবে শিক্ষার্থীদের আইডিয়া শেয়ারিং পর্ব। উক্ত আইডিয়াগুলো থেকে তিনটি সেরা আইডিয়া নির্বাচন করা হবে পরবর্তী ধাপের জন্য।
কর্মশালার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, ইয়াং বাংলার পবিপ্রবি প্রতিনিধি মো. আতিকুর রহমান তুরাজ ও মীম রহমান।