বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কৃষিতে বিনিয়োগ ও প্রশিক্ষণ চায় গাম্বিয়া

নিজস্ব প্রতিবেদক: ‘কৃষিতে বাংলাদেশের সাফল্যের জ্ঞান ও অভিজ্ঞতা জানতে চায় গাম্বিয়ার কৃষকবৃন্দ। জনসংখ্যার আধিক্যের দেশ হয়েও বাংলাদেশ খাদ্য উৎপাদনে সাফল্য অর্জন করেছে যা প্রশংসার দাবিদার।’

বহস্পতিবার (১১ এপ্রিল) গাম্বিয়ার হাইকমিশনার জাইনবা জগনে -এর নেতৃত্বে এক প্রতিনিধি দল কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন। এছাড়াও গাম্বিয়ায় কৃষি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান হাইকমিশনার এবং সে দেশের কৃষকদের প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানান।

জাইনবা জগনে জানান, গাম্বিয়ার সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য বিনিয়োগ করলে রাজস্ব মুক্ত সুবিধা দেয়। এছাড়াও কৃষিসহ অগ্রাধিকার খাতভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে অধিকহারে সুবিধা দিয়ে থাকে।

কৃষিমন্ত্রী বলেন; আমাদের কৃষিবিদ,বিজ্ঞানী ,গবেষক উচ্চ ফলনশীল পরিবেশ উপযোগি ফসলের জাত উদ্ভাবন করেছে যার ফলে আজ দেশকে খাদ্যে সাফল্য এনে দিয়েছে। কৃষিতে আমাদের এখন সহায়তা প্রয়োজন বিনিয়োগকারী, রপ্তানি বাজার ও প্রক্রিয়াজাতকরণ। বর্তমান সরকার কৃষির সার্বিক উন্নয়নের জন্য সবরকম সহায়তা করবে।

প্রতিনিধি দলে আরো ছিলেন গাম্বিয়া কনসুল কাজী খুররান আহমেদ, ফার্স্ট সেক্রেটারী সঙ্কুং ফোফানা, অর্থ সহদূত বুবা কিন্থ), কনস্যুলেট এম আহসান উল্লাহ খান, রোবেল আহমদ।

This post has already been read 3476 times!

Check Also

এবার পাকিস্তান থেকে আসবে চাল

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে …