Monday , April 28 2025

কৃষিকে আরো এগিয়ে নিতে হবে

নাহিদ বিন রফিক (বরিশাল): সরকারের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কৃষিকে আরো এগিয়ে নিতে হবে। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা এবং মানসম্পন্ন পুষ্টি নিশ্চিতকরণে প্রয়োজন সুন্দর পরিকল্পনা গ্রহণ। তাই চাহিদা অনুযায়ী এখনি দরকার কর্মপদ্ধতি নির্ধারণ করা। তাহলেই আমরা কাংখিত স্থানে পোঁছতে পারবো। বুধবার (১০ এপ্রিল) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে ডিএই’র স্টাটেজি প্লান ২০২০-২০৩০’র ওপর দিনব্যাপি এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আব্দুল মুঈদ এসব কথা বলেন। বোরো ধান উৎপাদন কোনো ক্রমেই যেন বিঘ্নিত না হয়, তাই কৃষকের পাশে থেকে পরামর্শ দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সাইনুর আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (শস্য উইং) এস. এম. হাছেন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, ভোলার উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ প্রমুখ।

কর্মশালায় ডিএই; বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

 

 

This post has already been read 5306 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …