Saturday , April 12 2025

সিকৃবি’তে বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি): বৃহস্পতিবার (১১ এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রীতিভোজ ও আন্তঃহল ক্রীয়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিন হৈহুল্লোর আর আনন্দ উল্লাসে মেতে উঠে। হলে হলে চলছে উৎসবের মাতন।
এই দিনকে ঘিরে প্রত্যেকটি হলে বইছে আনন্দের বন্যা। বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বিভিন্ন হল পরিদর্শন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় (আন্তঃহল) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি ক্রমান্বয়ে প্রত্যেকটি হলে যান ও পুরস্কার প্রদান করেন।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইট, মাটি, বালুকণা নিজের মনে করে ভালোবাসতে হবে। তাহলে একটি সুন্দর ও মনোরম পরিবেশ আশা করা সম্ভব। তিনি আরো বলেন, হলগুলোতে খাওয়ার মান উন্নত করার পাশাপাশি হলগুলোর পরিবেশ সুন্দর রাখতে হবে।

উল্লেখ্য, প্রতিবারের ন্যায় বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ মার্চ হওয়ার কথা থাকলেও হঠাৎ সিকৃবি’র শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আফনান -এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত তারিখ পরিবর্তন করে।

This post has already been read 4093 times!

Check Also

সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ শহীদ পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ

সিকৃবি সংবাদদাতা: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। …