ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি):পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নববর্ষ-১৪২৬ উৎযাপন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চৈত্রের শেষে বৈশাখের আগমনী বার্তা যেনো প্রতিটি বাঙালির হৃদয় মন স্পর্শ করে দিচ্ছে। নববর্ষকে স্বাগত জানাতে যেনো উৎসবের কমতি নেই পবিপ্রবিয়ানদের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণিল আল্পনায় সেজেছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো।
এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আল্পনার বর্ণিত সাজে রাঙিয়ে তুলেছেন স্ব স্ব অনুষদ প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাঙালির এ ঐতিহ্যময় দিনটিকে বরণ করতে নিয়েছেন নানা কর্মসূচি। সকাল ৮.৩০ মিনিটে একাডেমীক ভবনের সম্মুখ হতে মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে শুরু হবে কার্যক্রম। এছাড়া ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠে এবং বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।