শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

দৃষ্টি গ্রামের উন্নয়নে –কৃষিমন্ত্রী

ঢাকা সংবাদদাতা: নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিলো ‘’আমার গ্রাম–আমার শহর’’। প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে। উন্নয়ন চিন্তার মধ্যে গ্রামকে স্থান দেওয়া। নাগরিক আধুনিক সব সুযোগ-সুবিধা এবং নাগরিক অধিকার গ্রামেও নিশ্চিত করা। অতি শীঘ্রই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে যেখানে বর্তমানে ৬০ শতাংশ গ্রাম এলাকায় বিদ্যুৎ রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সকল গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। কর্মসংস্থানের জন্য জেলা-উপজেলায় কলকারখানা গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১৮এপ্রিল) কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি রাজধানীর একটি হোটেলে Global Food Policy Report 2019 Launching অনুষ্ঠানে এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী আরো বলেন, দারিদ্র পিড়িত অধিকাংশই গ্রামাঞ্চলে বসবাস করে। নিরাপদ খাদ্য ও পুষ্টি, মৌলিক প্রয়োজনগুলোর অভাব এবং সুযোগ সীমিত। শহরের মানুষের খাদ্য সরবরাহ করে থাকে গ্রামের কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচাতে হলে কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে হবে, এখাতে বিনিয়োগ বাড়াতে হবে। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত হচ্ছে আধুনিক ও বাণিজ্যিক কৃষি, সে লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পেতে কৃষিকে অবশ্যই বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করে বিনিয়োগ বাড়াতে হবে।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বর্তমানে বিশ্বে গ্রামীণ দারিদ্র্যের হার ১৭ শতাংশ এবং শহরে এ হার ৭ শতাংশ। গ্রামীণ পরিবেশ হুমকির মুখে রয়েছে। যেমন জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল ধ্বংস, ভুমিধ্বস  এবং পরিবেশ দূষণ। প্রতিবেদনে মূল ফোকাস ছিলো গ্রামের পুনরুজ্জীবনের ত্বরান্বিত করা। এখানে বলা ২০৩০ সালের মধ্যে গ্রামের মানুষের জীবন মানের উন্নয়ন করা। যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন। কৃষির যান্ত্রিকিকরণ ও আধুনিক-বাণিজ্যিক কৃষি, নারীর ক্ষমতায়ন এবং সর্বপরি গ্রামে কর্মসংস্থান সৃর্ষ্টির মাধ্যমে গ্রামের মানুষের আয়ের সংস্থান করা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইফরির প্রতিনিধি ড. আক্তার আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন (ইফরি) করেন, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট –এর মহাপরিচালক ড. সিনজেন ফ্যান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান, ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামিরটার্স প্রফেসর ড. সাত্তার মন্ডল।

This post has already been read 4170 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …