বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪

পবিপ্রবি’তে বার্ষিক পুরষ্কার বিতরণ

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৯ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ এবং বিশেষ অতিথি উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, প্রোক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, শিক্ষল মন্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

This post has already been read 2754 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …