বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

সিকৃবি ট্যুরিস্ট ক্লাবের ‘মালনীছড়া’ ভ্রমণ

সিকৃবি টুরিস্ট ক্লাব টীম।

তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভ্রমণ পিপাসু শিক্ষার্থীদের নিয়ে সিকৃবি ট্যুরিস্ট ক্লাবের মালনীছড়া ভ্রমণ সম্পন্ন। টানা ক্লাস পরীক্ষার ক্লান্তি দূর করতে ট্যুরিস্ট ক্লাবের এমন উদ্যোগ। তাছাড়া পর্যটন বিনোদন ও শিক্ষার একমাত্র উৎস।

শুক্রবার (১৯ এপ্রিল) সিকৃবি’র ভ্রমণ বিষয়ক একমাত্র সংগঠন ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে ২০ জন ভ্রমণ পিপাসু শিক্ষার্থী ঘুরে এলো উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান ‘মালনীছড়া। পরে হাডুংহুডুং গুহা হয়ে খাদিমনগর জাতীয় উদ্যানে গিয়ে ট্র্যাকিং ট্রুরটি সম্পন্ন হয়। ভ্রমনবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হলো মালনীছড়া চা বাগান। সিলেট শহরের একেবারেই অদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান মালনীছড়ায়।

সংগঠনটির সভাপতি মাহাদি রাহি বলেন, ভ্রমণের মাধ্যমে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি পৌঁছানো সম্ভব। তাছাড়া প্রত্যেক মাসে অন্তত একটি ট্রুর আয়োজন করার ইঙ্গিত দেয়। ট্র‍্যাকিং ট্রুর নিয়ে তোহিদুর রহমান বলেন, সিলেট শহরের অদূরে এমন প্রাকৃতিক সৌন্দর্যের পশরা সাজানো ছিল তা ট্রুর না করলে বুঝতেই পারতাম না।পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনাগুলো হেলায় খেলায় নষ্ট করছে বাংলাদেশ।

This post has already been read 4918 times!

Check Also

নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে প্রবেশ শুরু করেছে জেলে …