বশেমুরকৃবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল ইনস্টিটিউট (আইবিজিই) এর উদ্যোগে ২৫ এপ্রিল ২০১৯ তারিখে “ইন্টারন্যাশনাল ডিএনএ ডে -২০১৯’’ উদ্যাপন করা হয়।
এ উপলক্ষে বর্নাঢ্য র্যালি, ডিএনএ বিষয়ক নাটিকা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং অধ্যাপক তোফায়েল আহাম্মেদ, ট্রেজারার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি ও সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
“ডিএনএ গবেষণা সাফল্যের পূর্বাপর” বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। সেমিনার আয়োজনের সভাপতি এবং আইবিজিই এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম ‘আন্তর্জাতিক পরিমন্ডল ও বিএসএমআরএইউ’ কর্তৃক ডিএনএ গবেষণার ঐতিহাসিক অগ্রগতি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।