বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের আবহাওয়া কেন্দ্র পরিদর্শন

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি):পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের (লেভেল-১, সেমিস্টার ১) শিক্ষার্থীদের শিক্ষা ট্যুর অনুষ্ঠিত হয়েছে। কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে একদিনের এ শিক্ষা সফরে পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত খেপুপাড়া আবহাওয়া কেন্দ্রে পরিদর্শন করানো হয়।

একাডেমীক পাঠদানের অংশ হিসেবে এ ট্যুরে শিক্ষার্থীদের কৃষি আবহাওয়া সম্পর্কীয় নানা যন্ত্রপাতির সাথে পরিচয় এবং এর ব্যবহার কার্যাবলির সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। দিনের শেষভাগে বিনোদনের অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন করা হয়। ট্যুরের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অত্র বিভাগের শিক্ষকমন্ডলী।

This post has already been read 3701 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …