নাহিদ বিন রফিক (বরিশাল): তথ্য প্রযুক্তির কারণে কৃষি এখন হাতের মুঠোয়। বিভিন্ন ধরনের কম্পিউটার এবং মোবাইল আবিষ্কারের সুফল আমাদের দোরগোড়ায়। ইতোমধ্যে অনেক অ্যাপস তৈরি হয়েছে, যেগুলো মোবাইলের মাধ্যমে কৃষকের মাঠে ব্যবহার হচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। এসব প্রযুক্তিগুলো সম্প্রসারণের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে হবে।
শনিবার (২৭ এপ্রিল) বরিশাল নগরীর সাগরদিস্থ কৃষি তথ্য সার্ভিসের আইসিটি ল্যাবে ‘কৃষিতে তথ্য প্রযুক্তি বিস্তার’ শীর্ষক দু’দিনের উপসহকারি কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিএই; আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বানারিপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।