বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

পবিপ্রবি’তে আর্ট এক্সিবিশন শুরু

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ট এক্সিবিশন শুরু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় পবিপ্রবি আর্ট গ্যালারি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে দু’দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বহস্তে অঙ্কিত প্রায় ১০৭ ছবি স্থান পায় এ প্রদর্শনীতে। প্রকৃতি, গ্রাম বাংলার জীবনযাত্রা, মুক্তিযুদ্ধ, ভালোবাসা সহ নানা কারুকাজ খচিত ছবিতে শোভা পাচ্ছে টিএসসি প্রাঙ্গণ।

পবিপ্রবি আর্ট গ্যালারীর সভাপতি আর জে উজ্জ্বল জানান,” শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যই এ আর্ট প্রদর্শনী এবং আগামী এ প্রদর্শনী আরো বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে”।  আগামীকাল বিকেল ৫ টায় প্রদর্শনী শেষ হবে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ফয়সাল নাঈম সহ অন্যান্যরা।

This post has already been read 3232 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …