বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

পবিপ্রবি’তে আর্ট এক্সিবিশন শুরু

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্ট এক্সিবিশন শুরু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় পবিপ্রবি আর্ট গ্যালারি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে দু’দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বহস্তে অঙ্কিত প্রায় ১০৭ ছবি স্থান পায় এ প্রদর্শনীতে। প্রকৃতি, গ্রাম বাংলার জীবনযাত্রা, মুক্তিযুদ্ধ, ভালোবাসা সহ নানা কারুকাজ খচিত ছবিতে শোভা পাচ্ছে টিএসসি প্রাঙ্গণ।

পবিপ্রবি আর্ট গ্যালারীর সভাপতি আর জে উজ্জ্বল জানান,” শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যই এ আর্ট প্রদর্শনী এবং আগামী এ প্রদর্শনী আরো বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে”।  আগামীকাল বিকেল ৫ টায় প্রদর্শনী শেষ হবে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ফয়সাল নাঈম সহ অন্যান্যরা।

This post has already been read 3634 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …