ফকির শহিদুল ইসলাম(খুলনা): খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরে অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে সমৃদ্ধ খুলনা গড়ে তোলার প্রত্যয় নিয়ে শনিবার (২৭ এপ্রিল) খুলনা দিবস পালন করা হয়।
এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ১৮৮২ সালের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে খুলনা জেলার যাত্রা শুরু হয়। খুলনা জেলার ১৩৭ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকালে নগরীর মজিদ সরণি এলাকায় উন্নয়ন সংগ্রাম কমিটির নিজস্ব কার্যালেয়র সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিত কুমার পোদ্দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।