বুধবার , ফেব্রুয়ারি ৫ ২০২৫

কৃষি সচিবের ব্রি’র গবেষণা মাঠ পরিদর্শন

গাজীপুর সংবাদাদাতা: কৃষি সচিব মো. নাসিরুজ্জামান শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গবেষণা মাঠ পরিদর্শন করেন। এই সময় ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর তাঁকে ব্রি উদ্ভাবিত সর্বশেষ আধুনিক ধানের জাত ব্রি ধান৮৮ ও ব্রি ধান৮৯ সহ এবং ব্রি’র গবেষণা প্লট ও ব্রিডার সীড উৎপাদন প্লট ঘুরে দেখান। ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনছার আলী ও পরিচালক (গবেষণা) ড.

This post has already been read 4061 times!

Check Also

পেঁয়াজের বীজ উৎপাদনে ভালো জাতকে অধিক গুরুত্ব দিতে হবে -অতিরিক্ত সচিব

কৃষিবিদ মো. খালেদীন আনাম (পাবনা) : কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন …