ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৯ পালিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আক্তার হোসেন, পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর- রশিদ এবং ভিএসএ এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন।
এরপর এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক ভবন হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন প্রাণীর ছবি, পোস্টার, প্লাকার্ড ভিন্ন মাত্রার সৃষ্টি করে। সকাল ১১ টায় অনুষদীয় অডিটোরিয়ামে এবারের প্রতিপাদ্য বিষয় “Value of Vaccination” এর উপর সেমিনার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বক্তব্য রাখেন, ইউজিসির সদস্য ড. মোহাম্মদ আক্তার হোসেন, পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ, অত্র অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন-অর-রশিদ, বরিশাল জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, অত্র সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন এবং অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।