রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার -আমির হোসেন আমু এম.পি

নাহিদ বিন রফিক (বরিশাল): বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই আমরা সবসময় কৃষি ও কৃষকদের অনুকূলে কাজ করে আসছি। ১ হাজার ৪ শ’ চাষির মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ এরই অংশবিশেষ। আগের তুলনায় কৃষকরা এখন আউশ ধান চাষে বেশ আগ্রহী। ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। পাশাপাশি রপ্তানীতেও রাখছে বিরাট ভূমিকা।

শনিবার (২৭ এপ্রিল) ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন।

This post has already been read 3710 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …