Thursday , April 3 2025

দেশে এলোভেরা চাষে চীনের আগ্রহ

ঢাকা সংবাদদাতা: রবিবার (২৮ এপ্রিল) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি –এর সাথে মন্ত্রণালয় তাঁর অফিস কক্ষে Shepherd Group এর Chairman Kao Wen-Fu -এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলের সাথে এলোভেরা চাষ ও রপ্তানি নিয়ে আলোচনা এবং দেশে উৎপাদিত বিভিন্ন সবজি ও ঔষধি গাছ নিয়ে কথা হয়। চায়না প্রতিনিধি দল বাংলাদেশে এলোভেরা চাষ ও রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেন। এজন্য তারা শুল্ক সুবিধার জ্ন্য কৃষিমন্ত্রী’র কাছে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলকে সকল ধরনের সহায়তা করা হবে বলে কৃষিমন্ত্রী আশস্ত করেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ সরকার সব সময় প্রস্তুত। প্রতিনিধিদলে আরো ছিলেন, Yang Ming, Sheprd, Chung Wen Wen-Kuei, Managing Director, Lin Chih-Wen, Director Taiwa Food & Processing Industries Ltd. Hsu Jong-YU, Buyer/Importer, Shepherd Group.

This post has already been read 4314 times!

Check Also

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু …