Saturday , April 19 2025

পবিপ্রবি’তে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিনামূল্যে ভ্যাক্সিনেশন ও প্রাণি চিকিৎসা

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে বিনামূল্যে ভ্যাক্সিনেশন ও প্রাণী চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এপ্রিল মাসের শেষ শনিবার সারা বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় পবিপ্রবিতে অত্যন্ত জাঁকজমক ভাবে তিন দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের তৃতীয়দিনে বরিশাল ক্যাম্পাসের টিচিং ভেটেরিনারি হসপিটালে বিনামূল্যে ভ্যাক্সিনেশন ও প্রাণি চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) বিনামূল্যে সকল প্রকার প্রাণির চিকিৎসা, ভ্যাকসিন ও অপারেশন করা হয়। উল্লেখ্য, ক্যাম্পেইন চলাকালে দূর্ঘটনায় মারাত্মক আহত গর্ভবতী ছাগী আসলে ছাগীকে জরুরী ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করার দরকার পড়ে এবং ড. দিব্যেন্দু বিশ্বাস এর নেতৃত্বে সফলতার সাথে সিজারিয়ান অপারেশন করা হয়।

This post has already been read 3648 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …