Monday , April 28 2025

গোপালপুরে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা বিতরণ

কিউ রাসেল (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় খরিপ মৌসুমে উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মঙ্গলবার (৩০এপ্রিল) বিকেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ হল রুমে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার সাহা, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয় মীর রেজাউল হক ও মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  রফিকুল ইসলাম তালুকদার, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.  রফিকুল ইসলাম মুকুল ভিপি, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল বাছেদ, মো. আবদুল মালেক, মো. নুরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রুহুল আমিন প্রমুখ।

This post has already been read 4935 times!

Check Also

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ …