বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

নতুন প্রযুক্তি ও জাতসমূহ দ্রুততম সময়ে কৃষক পর্যায়ে পৌঁছাতে হবে -কৃষি সচিব

ঢাকা সংবাদদাতা: বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান হতে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও জাতসমূহ দ্রুততম সময়ে কৃষক পর্যায়ে পৌঁছানোর আহবান জানিয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। মঙ্গলবার (২৮ মে) তিনি (রাজধানীর খামারবড়ি আ.কা.মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়ামে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী স্থাপন ও গ্রহণকরণ কার্যক্রমের ওপর ‘জাতীয় প্রশিক্ষণ কর্মশালা ২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সচিব বলেন, নতুন নতুন জাতসমূহ মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে হবে। নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকদের জানানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চাহিদাভিত্তিক মানসম্মত বীজ উৎপাদনের জন্য বিএডিসিসহ সংশ্লিষ্টদের নির্দেশণা দেন কৃষি সচিব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন বিএডিসি’র চেয়ারম্যান মো. ফজলে ওয়াহেদ খন্দকার ও কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের সদস্য মো. হামিদুর রহমান।

This post has already been read 2545 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …