রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯ প্রাপ্তদের তালিকা চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯ প্রাপ্তদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। বুধবার (১৯ জুন)মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পুরস্কার চুড়ান্তকরণ কমিটির সভায় “জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯” প্রাপ্তদের তালিকা চুড়ান্ত করা হয়। আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য জাতীয় মৎস্য সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। চূড়ান্তকরণ সভায় মৎস্যখাতে অবদানের জন্য নির্ধারিত মোট ৯টির মধ্যে ৭টি বিভাগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮টি স্বর্ণপদক ও ৯টি রৌপ্যপদক প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। মনোনীতদের তালিকা জাতীয় মৎস্য সপ্তাহ শুরুর পূর্বে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পুরস্কার-২০১৯ এর মনোনয়নের জন্য ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মৎস্য অধিদফতরের ওয়েবসাইটে এবং ২১ ডিসেম্বর জাতীয় দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ ও সমকালে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সারাদেশ থেকে মনোনয়ন আহবান করা হয়। এতে মোট ২৪৫টি আবেদন জমা পড়লে নির্ধারিত কারিগরি/বাছাই কমিটি কর্তৃক ৭১টি আবেদনকে প্রাথমিকভাবে গ্রহণ করা হয়। এরপর মৎস্য অধিদফতরের ৮টি সরজমিন যাচাই-টিম মাঠপরিদর্শনের মাধ্যমে ২৯টি আবেদনকে নীতিমালার আওতায় বৈধ বলে গ্রহণ করে। আজ সেই ২৯টি আবেদন থেকেই ৭ক্যাটাগরিতে মোট ১৭টি পুরস্কারের জন্য ৯টি প্রতিষ্ঠান এবং ৮ ব্যক্তিকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, যে, ৯টি ক্যাটাগরির মধ্যে ২টি ক্যাটাগরিতে আবেরদন পাওয়া যায়নি।

This post has already been read 3560 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …