বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোআরিফুল ইসলাম (বাকৃবি): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দিনব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবি সাহিত্য সংঘ। প্রতিযোগিতায় রচনা লিখা, চিঠি লিখা, কবিতা আবৃত্তি, অবিরাম গল্প বলা, গ্রন্থ পাঠসহ নানা ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির।

আরো উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক প্রোক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোক্তার হোসেন প্রমুখ। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন।

This post has already been read 3552 times!

Check Also

ব্রির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

গাজীপুর সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) …