নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপি এক রিভিউ ওয়ার্কশপ রবিবার (২৩ জুন) ভোলা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএইর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. নজরুল ইসলাম, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মনোতোষ শিকদার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, দৌলতখানের উপজেলা কৃষি অফিসার মো. রাশেদ হাসনাত, লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ. এফ. এম. শাহাবুদ্দিন, চরফ্যাশনের উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন প্রমুখ।
কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি এবং কৃষক প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।